ভাববাচক বিশেষণ কাকে বলে? ভাববাচক বিশেষণ কত প্রকার ও কী কী?
ভাব বিশেষণ
ভাববাচক বিশেষণ
আজকের এই পোস্টের মাধ্যমে আমরা আলোচনা করবো ভাববাচক বিশেষণ কাকে বলে? ভাববাচক বিশেষণ কত প্রকার ও কী কী? তাহলে চলুন শুরু করা যাক..
ভাববাচক বিশেষণ কাকে বলে?
যে বিশেষণ বিশেষ্য ও সর্বনাম বাদে অন্য শব্দকে বিশেষিত করে তাকে ভাববাচক বিশেষণ বলে। যেমন- খুব, প্রান্ত, অভ্যন্ত, অতি, অনেক প্রভৃতি।
নিচে এগুলোর সংজ্ঞা ও উদাহরণ দেওয়া হল-
ভাববাচক বিশেষ্যণকে দুই ভাগে ভাগ করা যায়।
যথা- ক. বিশেষণের বিশেষণ
খ, ক্রিয়া বিশেষণের বিশেষণ।
আরও পড়ুন:
ব্যাকরণিক শব্দশ্রেণি কাকে বলে?
বর্ণ কি বা বর্ণ কাকে বলে? বর্ণ কত প্রকার ও কি কি?
বিশেষণের বিশেষণ- যে বিশেষণ কোন বিশেষণকে বিশেষিত করে তাকে বিশেষণের বিশেষণ বলে।
যেমন । সে খুব ভাল মানুষ। সে অত্যন্ত মেধাবী ছাত্রী।
ক্রিয়া বিশেষণের বিশেষণ- যে বিশেষণ কোন ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে তাকে ক্রিয়া বিশেষণের বিশেষণ বলে।
যেমন- ইন্টারনেট খুব দ্রুত কাজ করে। সে অতিরিক্ত দ্রুত কথা বলে।
আরও পড়ুন:
সমাস কাকে বলে? সমাস কত প্রকার?
বাক্য কাকে বলে? অর্থ অনুসারে বাক্য কয় প্রকার ও কী কী?
###
আজকের এই পোস্ট থেকে আমরা ভাববাচক বিশেষণ সম্পর্কে জানতে পারলাম। পোস্টটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানান। ধন্যবাদ।